মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জের পয়েন্ট ভাগাভাগি


বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা প্রথম মিনিটে এগিয়ে গিয়েও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

প্রথম মিনিটে জাপানি ইউসুকে কাতোর পাস থেকে গোল করেন ফাহিমের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৫৬ মিনিটে রহমতগঞ্জের মোহাম্মদ আরাফাত হোসেন গোল করে হার থেকে বাঁচিয়ে দেন দলকে। পরে কোনো দলই ম্যাচের স্কোর বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা।

১০ টি করে ম্যাচ শেষ করা দুই দলের পযয়ন্ট সমান ৯ করে। গোলগড়ে নবম স্থানে রহমতগঞ্জ এবং দশম স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent