নিজস্ব প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০:২৫:৩৯
তৃতীয় বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবার দিপালী যুব সংঘ ও দ্য মুসলিম ইনস্টিটিউট জয় পেয়েছে। তবে একটি ম্যাচ ড্র হয়েছে। অপর একটি ম্যাচের ফলাফল পাওয়া যায়নি। ২৫ ফেব্রুয়ারি এই ৪টি ম্যাচই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে দিপালী যুব সংঘ ২-১ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। সবকয়টি গোলই প্রথমার্ধে হয়েছে। দিপালীর হয়ে ৪ মিনিটে তাওহিদুল ইসলাম ও ২৯ মিনিটে রাকিব রহমান গোল করেন। উত্তরার হেয় ২২ মিনিটে গোল করেন আশিক সরকার।
দ্বিতীয় ম্যাচে কল্লোল সংঘ ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব কেউ কারো বিপক্ষে জয়ের মুখ দেখেনি। ফলে একে অপরের সাথে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
তৃতীয় ম্যাচে দ্য মুসলিম ইনস্টিটিউট ৩-২ গোলে হারিয়েছে লালবাগ স্পোর্টিং ক্লাবকে। বিজিত দল অবশ্য প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল। মুসলিমের হয়ে বাপ্পী শেখ ৭ মিনিটে এবং রিপন ৫০ ও ৫৫ মিনিটে গোল করেন। লালবাগের শ্যামল ও জিহাদ হাসান যথাক্রমে ১৪ ও ৩৭ মিনিটে একটি করে গোল করেন।
চতুর্থ ম্যাচে কিং স্টার স্পোর্টিং ক্লাব ও চকবাজার ইউনাইটেড একে অপরের মোকাবিলা করে। কিন্তু ফলাফল পাওয়া যায়নি।
Rent for add