বাসস : ২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২৩:৩২:২৬
ফারল্যান্ড মেন্ডির একমাত্র গোলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে আটালান্টার বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বারগামোর জিউইস স্টেডিয়ামে ম্যাচের ৮৬ মিনিটে মেন্ডির গোলে ১০জনের আটালান্টার বিপক্ষে অ্যাওয়ে জয় নিশ্চিত হয় গ্যালাকটিকোদের।
ফরাসি লেফটব্যাক মেন্ডির কার্লিং শটটি জালে জড়ালে স্বস্তি ফিরে আসে রিয়াল শিবিরে। অথচ ম্যাচ শুরুর ১৭ মিনিটে সুইস মিডফিল্ডার রেমো ফ্রুলার লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে প্রায় ৭০ মিনিটেরও বেশি সময় একজন বেশি নিয়ে খেলেছে জিনেদিন জিদানের দল। তারপরেও এই জয়ে আগামী ১৬ মার্চ মাদ্রিদের ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে স্বাগতিকরা।
ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘আমরা আজ নিজেদের সেরাটা দিতে পারিনি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচের ফলাফল, বিশেষ করে অ্যাওয়ে গোলটি আমাদের বেশ খানিকটা এগিয়ে রাখবে। আটালান্টার মত দলের বিপক্ষে এই ফলাফল সত্যিই স্বস্তির। কারণ তাদের রক্ষণভাগ সবসময়ই শক্তিশালী। এখনো কিছুই শেষ হয়ে যায়নি। ফিরতি লেগে আমরা এই ধারা বজায় রাখতে চাই।’
Rent for add