নিজস্ব প্রতিবেদক : ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১৯:১৯:০৩
উত্তর বারিধারা ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক গোলের লিড পেয়েও ধরে রাখতে পারেনি। উল্টো দু’গোল হজম করেই মাঠ ছাড়তে হয়েছে।
তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে জিতে গেছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। এক গোলে পিছিয়ে থেকে দু’গোলের জয় নিয়ে ঘরে ফেরে।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ-বারিধারা ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২০ মিনিটে আরিফ হোসেনের গোলে বারিধারা এগিয়ে যায়। কিন্তু ৪৪ মিনিটে জন ওকোলির গোলে সমতায় ফেরে সাইফ।
কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি যখন প্রায় ড্রয়ের পথে হাঁটছিল ঠিক ম্যাচ শেষের এক মিনিট আগে বদলি খেলোয়াড় সাজ্জাদ সাইফকে স্বস্তির জয় এনে দেন।
উল্লেখ্য ১০ ম্যাচে ৫ জয় আর এক ড্রসহ ১৬ পয়েন্ট নিয়ে সাইফ পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে বারিধারা ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তম স্থানে অবস্থান করছে।
Rent for add