নিজস্ব প্রতিবেদক : ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৭:৫৯:০২
শওকতের জোড়া গোলের উপর ভর করে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে। আজ মঙ্গলবার তারা ২-০ গোলে ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেডকে পরাজিত করে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। ৪২ মিনিটে শওকতের গোলে দলটি এগিয়ে যায়।
এর পর দ্বিতীয়ার্ধেও অগ্রণী ব্যাংক আরো একটি গোল আদায় করে নেয়। পেনাল্টি থেকে ৮০ মিনিটে এ গোলটিও করেছেন শওকত। বেশ কয়েকবার ঢাকা সিটি সম্ভাব্য গোলের উৎস থেকেও গোল পরিশোধ করতে পারেনি।
২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং সন্ধ্যা ৭টায় স্বাধীনতা ক্রীড়া সংঘ ও ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড মোকাবিলা করবে।
Rent for add