নিজস্ব প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২৩:১০:৩৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনলাইন বেটিং বির্তক দেখা দিয়েছে। ৫টি ম্যাচে অনলাইন বেটিং হয়েছে বলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নজরে এসেছে।
এএফসির নজরে অনলাইন বেটিং আসার পরপরই অভিযুক্ত ম্যাচগুলো তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাফুফে ইতোমধ্যে দুই দফা চিঠি দিয়ে অনলাইন বেটিংয়ের ব্যাখ্যা চেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কাছে।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে অনলাইন বেটিংয়ের খবরে হতাশ হয়েছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। রোববার বিকেলে ফুটবলবাংলাদেশ.কম-কে জেমি ডে বলেন, ঘটনা সত্য কি-না জানি না। এখন প্রমাণ করা যায়নি বেটিং হয়েছে কি হয়নি। তবে বেটিংয়ের ঘটনা যদি সত্যি হয় তাহলে সেটা এক লজ্জাজনক ঘটনা হবে।
যে ৫ ম্যাচ নিয়ে অনলাইন বেটিংয়ের অভিযোগ উঠেছে এর মধ্যে তিনটি আরামবাগ ক্রীড়া সংঘের ও দুটি ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের। অভিযোগ উঠা ম্যাচগুলো হচ্ছে-
১৭ জানুয়ারি: আরামবাগ ক্রীড়া সংঘ বনাম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড
১৯ জানুয়ারি: ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম ঢাকা আবাহনী লিমিটেড
২৩ জানুয়ারি: বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড
৯ ফেব্রুয়ারি: শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড বনাম আরামবাগ ক্রীড়া সংঘ
১৩ ফেব্রুয়ারি: আরামবাগ ক্রীড়া সংঘ বনাম ঢাকা আবাহনী লিমিটেড
Rent for add