নিজস্ব প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৩:৫৫:২২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড একে অপরের সাথে ময়দানি লড়াইয়ে ড্র করেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার গুরুত্বপূর্ণ এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধের ২৪ মিনিটে মো: সাদ উদ্দিনের গোলে ঢাকা আবাহনী এগিয়ে ছিল।
বিরতির পরও ছয়বারের চ্যাম্পিয়নরা ম্যাচে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে তাদের স্বপ্ন ভেঙে যায়।
শেখ রাসেলের সিয়োভুস আসোরভ ৯০+২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরানোয় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
Rent for add