নিজস্ব প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৩:১৯:৪৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৮ গোলের ম্যাচেও ফয়সালা হয়নি। ফলে উত্তর বারিধারা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে শনিবার শহীদ আহ্সানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরামবাগ প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। বরং লিড পেয়েও ম্যাচটি ড্র করতে হয়েছে।
আরামবাগের ক্রিস্টোফার চিজোবা ১৩ ও ২২ মিনিটে, নিহাত জামান উচ্ছ্বাস ৪০ মিনিটে ও মাহমুদ সৈয়দ আবদেল রহিম ৮০ মিনিটে গোল করেন।
কিন্তু বারিধারার আরিফ হোসেন ১৫ মিনিটে, সুমন রেজা ৫২ ও ৫৬ এবং মোহাম্মদ সুজন বিশ্বাস ৫৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান।
Rent for add