এএফসি কাপের বসুন্ধরা কিংসের গ্রুপের খেলা সিলেটে!


আগামী ১৪ থেকে ২০ মে অনুষ্ঠিত হবে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ। ‘ডি’ গ্রুপে সরাসরি খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সাবেক চ্যাম্পিয়ন আবাহনী প্লে-অফ পর্ব টপকাতে পারলে এই গ্রুপেই খেলবে।

নিজেদের গ্রুপ ম্যাচের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বসুন্ধরা কিংস। ভেন্যু হিসেবে পছন্দ করা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকে। বসুন্ধরা কিংসের আগ্রহের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘ডি’ গ্রুপের খেলাগুলো সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করার জন্য আবেদন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে।

সিলেট জেলা স্টেডিয়ামে খেলা আয়োজন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে অন্যতম প্রাকটিস মাঠ ও স্টেডিয়ামে চারটি আধুনিক ড্রেসিং রুম। বর্তমানে সেখানে আছে দুটি ডেসিং রুম। খেলা শুরুর পূর্বে সেখানে আরো দুটি ড্রেসিং রুম তৈরি করা হবে বলে এএফসিকে নিশ্চিত করেছে বাফুফে।

অনুশীলন মাঠ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), এবং আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের কথা প্রস্তাব করা হয়েছে। বাফুফে জানিয়েছে, মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সমন্বয়ের মাধ্যমে ড্রেসিংরুম তৈরি করা হবে।

বাফুফের আবেদন পর্যালোচনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ২২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানিয়ে দেবে। ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও আছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্লে-অফ পর্ব থেকে উঠবে একেটি দল।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent