বিভাগীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই শুক্রবার


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রতিভাবান ফুটবলার বাছাইয়ের যে কার্যক্রম চালাচ্ছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ২০২১, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২২ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর কোয়ালিফায়ার্স খেলার (২০২২ সালে অনুষ্ঠিত হবে) জন্য দল গঠণের লক্ষ্যে খেলোয়াড় বাছাই করছে বাফুফে।

কারণ, উক্ত চ্যাম্পিয়নশিপ ও কোয়ালিফায়ার্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে।
উক্ত প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণের লক্ষ্যে বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বাফুফে’র দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।

যে লক্ষ্য নিয়ে বাফুফে গত ৩০ জানুয়ারি হতে পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও বিভাগে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় অম্বেষণ কর্মসূচী চালিয়ে যাচ্ছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ৮টি বিভাগে বাছাই কার্যক্রম হবে শুক্রবার।

চূড়ান্ত বাছাই হবে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। শনিবার দুপুরে চূড়ান্ত বাছাই এবং বাছাইকৃতদের নিয়ে কি পরিকল্পনা আছে তা উপস্থাপন করবেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent