নিয়ম ভঙ্গের দায়ে বিচারের মুখোমুখি ল্যাৎসিও

কোভিড-১৯ এর নিয়ম ভঙ্গের দায়ে আদালতে হাজিরা দিতে হবে ল্যাৎসিওকে। ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে এ তথ্য।

অক্টোবর ও নভেম্বর মাসে করোনা পজিটিভ টেস্টের বিষয়ে তদন্ত শেষে ফেডারেল প্রসিকিউটারা ক্লাবের সভাপতি ক্লদিও লটিটো এবং দুই মেডিক্যাল স্টাফকে আদালতে তলবের সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে এফআইজিসি বলেছে, ‘তাদের বিরুদ্ধে ‘ফেডারেল মান ভঙ্গ’ ও ‘স্বাস্থ্য প্রটোকল বাস্তবায়নে ব্যর্থতার’ অভিযোগ তোলা হতে পারে।’

এ বিষয়ে সম্ভাব্য শস্তি বা জরিমানা কেমন হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি ফেডারেশন। তবে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে জরিমানার পাশাপাশি পয়েন্ট কর্তন কিংবা সিরি এ লিগ থেকে বহিস্কার করার মত শাস্তির মুখোমুখিও হতে পারে ক্লাবটি।

অক্টোবরের শেষভাগে আট জন স্টাফের করোনা পজিটিভের খবর স্থানীয় কর্তৃপক্ষকে সময় মতো না জানানোর জন্য ল্যাৎসিওকে অভিযুক্ত করা হয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent