নিজস্ব প্রতিবেদক : ১৭ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১৮:০১:১৩
স্বাধীনতা ক্রীড়া সংঘ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে জিতেই চলেছে। এ নিয়ে টানা তিন জয় তুলে নিল দলটি।
আজ বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
কষ্টার্জিত এ ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের সাব্বির ৩২ মিনিটে জয়সূচক গোল করেন। অবশিষ্ট সময়ে বেশ করার গোলের উৎস সৃষ্টি করেও সমতায় ফেরতে পারেনি নোফেল স্পোর্টিং ক্লাব।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি দুপুর ১টায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘ এবং বিকেল ৩টায় ওয়ারী ক্লাব ও অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব একে অপরের সাথে মোকাবিলা করবে।
Rent for add