বাসস : ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ২০:২৩:২৬
প্রিমিয়ার লিগে গোল খরা থেকে মুক্তি পেয়েছেন টিমো ওয়ার্নার। সোমবার নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে তার দল চেলসি। এ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে চলে এসেছে ব্লুজরা।
স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের ৩১ মিনিটে অলিভার গিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। প্রথমার্ধের শেষ দিকে ৩৯ মিনিটে ওয়ার্নার গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় থমাস টাচেলের দল।
এটি ছিল ওয়ার্নারের জন্য চাপমুক্তির এক মুহুর্ত। কারণ টানা ১৪টি ম্যাচ গোলহীন কাটিয়েছেন তিনি। সর্বশেষ নভেম্বরে শেফিল্ড ইউনাইটেডের হয়ে গোল করেছিলেন তিনি। সব প্রতিযোগিতায় মিলে ১৯ ম্যাচ আগে একটি গোলের দেখা পেয়েছিলেন ২৪ বছর বয়সি ওয়ার্নার। তাও এফএ কাপে দুর্বল প্রতিপক্ষ মোরক্যাম্বের বিপক্ষে।
ইউরোপের সেরা তরুণ তারকা হিসেবে পরিচিত ওয়ার্নার লিপজিগ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডে প্রথম মৌসুমেই কঠিন পরিস্থিতিতে পরে সেটি চাপা পড়তে বসেছিল। তবে প্রাণবন্ত খেলে ১০ম গোল আদায়ের মাধ্যমে উজ্জল ভবিষ্যতেরই ইঙ্গিত দিলেন এ ফরোয়ার্ড।
Rent for add