নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২০:৫২:০৮
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিস এক্সিকিউটিভ মাসুদুর রহমানের একমাত্র ছেলে ইয়াসিন রহমান ফাহিম আর নেই।
আজ রোববার দুপুরে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। পদ্মা নদীতে ডুবে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
নটরডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। মৃত্যুকালে তিনি বাবা, মা ও ছোট দুই বোন রেখে গেছেন।
ফাহিমের অকাল মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, স্ট্যান্ডিং কমিটি, বাফুফের কর্মকর্তা-কর্মচারীগণ শোক প্রকাশ করেছেন। একই সাথে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Rent for add