নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৯:৪১:১৬
আগামী ৬ মার্চ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন-২০২১ উপলক্ষ্যে গঠিত কমিশনের প্রধান অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার।
নির্বাচনী তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, সকাল ১১টায় খসড়া ভোটার তালিকার ওপর কোনো আপত্তি থাকলে তার শুনানি, সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি। ১ মার্চ বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল (প্রাথী নিজে বা প্রতিনিধির মাধ্যমে), রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। ৩ মার্চ প্রার্থী বাছাই এবং আপত্তি ও শুনানির পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, রাত ৮ টায় প্রার্থীতা প্রত্যাহার। ৪ মার্চ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৩৩১ জন ভোটার ২ বছরের জন্য সভাপতি এবং ১৬ জন পরিচালক নির্বাচন করবেন। ক্লাবটির পুরনো স্থায়ী সদস্য ২১৩ জন এবং নতুন ১২৯ জন। এই ৩৪২ জনের মধ্যে ১১ জন স্থায়ী সদস্য মুত্যুবরণ করেছেন। এখন ৩৩১ জন সদস্য ক্লাবের ভোটার।
Rent for add