নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৯:১৫:৫৯
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড কেউই জয় তুলে নিতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী তিন গোলের লিড নিয়েও জিততে পারেনি। ১৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের গোলে এগিয়ে যায় চট্টলার দল। এর পর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার রকিব।
দুই গোলের লিড নিয়ে চট্টগ্রাম আবাহনী বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে রকিবের গোলে ৩-০ গোলে এগিয়ে যায়। তিন গোল হজম করেই যেনো বাংলাদেশ পুলিশের হুশ হয়! শুরু হয় গোল পরিশোধের পালা।
৫৮ মিনিটে ফ্রেডরিক পোডার, ৭৫ মিনিটে ল্যান্সিন তোরে ও ইনজুরি টাইমে পেনাল্টি থেকে বাল্লো গোল করে বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান। গোললাইন থেকে হাত দিয়ে বল ফেরানোয় লালকার্ড পান মঞ্জুরুর রহমান মানিক।
উল্লেখ্য ৮ ম্যাচে ২ জয় আর ৩ ড্রসহ চট্টগ্রাম আবাহনীর ৯ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলা বাংলাদেশ পুলিশের পয়েন্ট দাঁড়িয়েছে ৮।
Rent for add