নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৮:৪৪:২২
ওয়ারী ক্লাব ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একে অপরের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে।
আজ রোববার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
মাঠে বল গড়ানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই কংকরের গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এগিয়ে যায়। তবে ২০ মিনিটে আকবরের গোলে সমতায় ফেরে ওয়ারী ক্লাব।
এর পর অবশিষ্ট সময়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হয়।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড ও ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড মোকাবিলা করবে।
Rent for add