নিজস্ব প্রতিবেদক : ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ২১:৩৮:৫৩
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক গোলের লিড পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। বরং পিছিয়ে থেকে দুই গোল করে ম্যাচটি নিজেদের করে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।
আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাণবন্ত এ লড়াইয়ে সাইফ ২-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করে। যদিও শেখ রাসেল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। এমন কী ৫৬ মিনিট পর্যন্ত লিড পেয়েছিল। তবুও ম্যাচটি ধরে রাখতে পারেনি।
শেখ রাসেল মোহাম্মদ আবদুল্লাহর গোলে ২০ মিনিটেই এগিয়ে গিয়েছিল। তবে পিছিয়ে পড়া সাইফ দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলসে উঠে। ৫৭ মিনিটে অধিনায়ক রিয়াদুল হাসান রাফি দলকে সমতায় ফেরান। এর পর ৭৪ মিনিটে জয়সূচক গোল করেন উজবেকিস্তানের সিরোজউদ্দিন।
এ জয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সাইফ। অপরদিকে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে শেখ রাসেল চতুর্থ স্থানে অবস্থান করছে।
Rent for add