নিজস্ব প্রতিবেদক : ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১৯:৩৩:০৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শিরোপা প্রত্যাশী লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের হাইভোল্টেজ ম্যাচে কেউ কারো বিপক্ষে জয় পায়নি।
আজ শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে।
ফলে পয়েন্ট ভাগাভাগির এ ম্যাচে চলতি লিগে এই প্রথম বসুন্ধরা কিংস প্রতিপক্ষের কাছে পয়েন্ট খোয়ালো। তারপরও তারা ৮ ম্যাচে ৭ জয় আর এক ড্রসহ ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে।
অপরদিকে শেখ জামাল এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
Rent for add