নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ২০:০২:১৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মোনেম মুন্নার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাফুফে ভবনে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে। একই সাথে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কিংব্যাক মুন্না তার বর্ণাঢ্যময় ফুটবল ক্যারিয়ারে ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। শুধু তাই নয়, তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত কলকাতায় অত্যন্ত দাপটের সাথে ইস্ট বেঙ্গলেও খেলেছেন।
১৯৯৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মত কোন আন্তর্জাতিক শিরোপা জয় লাভ করে।
ঘরোয়া ফুটবলে মুন্না বেশির ভাগ সময়ই ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন। এ ছাড়া খেলেছেন শান্তিনগর ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নে। তবে ১৯৮১ সালে পাইওনিয়ার ফুটবল দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়।
বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনে তিনি ১৯৯১ সালে ঢাকা লিগে ২০ লাখ টাকা পেয়ে এক মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়েছিলেন।
এদিকে মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান নারায়ণগঞ্জেও তার শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, সতীর্থ খেলোয়াড়, স্বজনরা এবং মোনেম মুন্না স্মৃতি সংসদ সকালে মুন্নার কবর জিয়ারত করে। কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি আজকের এ দিনে জাতীয় দলের এ তারকা ফুটবলার ইন্তেকাল করেন।
Rent for add