নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১৮:৫২:১৮
পর্যটননগরী কক্সবাজারে আজ শুক্রবার থেকে ‘ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার রেফারি ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। কক্সবাজারের মুক্তিযোদ্ধা চত্বরে দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
উদ্বোধনী ম্যাচে সোনাদিয়া দল ও বাঁকখালী দলের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে বাঁকখালীকে ৩-০ সোনাদিয়া পরাজিত করে।
Rent for add