ফুটবল অঙ্গনে করোনার টিকা পাচ্ছেন যারা


সরকার অগ্রাধিকার ভিত্তিতে যাদের করোনার টিকা দিচ্ছে সেই তালিকায় থাকছে ফুটবল অঙ্গনের মানুষও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়ে বাফুফেকে তালিকা দিতে বলেছিল। বৃহস্পতিবার ১৬৮১ জনের তালিকা জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে। আগামী সপ্তাহে আরো ১০০০ থেকে ১২০০ জনের তালিকা জমা দেবে বাফুফে।

ইতিমধ্যেই নিজ উদ্যোগে করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। নিয়েছেন দু’জন সহসভাপতি এবং একজন সদস্য। তাদের নাম বাদ দিয়ে বাফুফের নির্বাহী কমিটির সকল সদস্য, বাফুফে এবং বাফুফের অধীনে থাকা মহানগরী লিগ কমিটির সকল কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোর খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, ক্যাম্পে থাকা জাতীয় নারী ও বয়সভিত্তিক দলের ফুটবলার এবং সর্বশেষ নারী ফুটবল লিগের সব দলের খেলোয়াড়দের নিয়ে এই তালিকা করা হয়েছে।

দ্বিতীয় যে তালিকা পাঠানো হবে সেখানে বিভিন্ন দলের কোচ, অফিসিয়াল, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতিদের নাম থাকবে বলে জানা গেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent