বাসস : ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৬:১৫:৫৬
রিয়াল মাদ্রিদের লেফটব্যাক মার্সেলো কাফ ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন। এ ইনজুরির কারণে জিনেদিন জিদানের দলের ইনজুরির তালিকা দীর্ঘিয়িত হলো। বিশেষ করে রক্ষণভাগে চারজন ফুলব্যাকসহ ছয়জন ডিফেন্ডার এখন দলের বাইরে রয়েছেন।
এক বিবৃতিতে রিয়ালের পক্ষ থেকে অবশ্য ব্রাজিলিয়ান মার্সেলোর ইনজুরির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে আগামী তিনে থকে চার সপ্তাহ হয়ত তাকে বিশ্রামে থাকতে হতে পারে।
ইনজুরির কারণ আগামী ২৪ ফেব্রুয়ারি আটালান্টার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে মার্সেলো খেলতে পারছেন না। একই সাথে ভ্যালেন্সিয়া, রিয়াল ভায়াদোলিদ ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার তিনটি ম্যাচেও তিনি অনুপস্থিত থাকবেন।
Rent for add