নিজস্ব প্রতিবেদক : ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৮:০৮:৪৮
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে হার দিয়ে শুরু করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ০-১ গোলে কাওরান বাজার প্রগতি সংঘের কাছে পরাজিত হয়েছে।
আজ মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফকিরেরপুল- কাওরান বাজার ম্যাচটি প্রথমার্ধ গোলশূন্য ছিল।
তবে দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে কাওরান বাজার প্রগতি সংঘের হয়ে জয়সূচক গোল করেন আশিক।
ম্যাচের অবশিষ্ট সময়ে বেশ কয়েকবার আক্রমণ শানিয়েও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব সমতায় ফেরতে পারেনি।
আগামীকাল ১০ ফেব্রুয়ারি লিগের একমাত্র ম্যাচে বিকেল ৩টায় ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড ও ওয়ারী ক্লাব একে অপরের মোকাবিলা করবে।
Rent for add