নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ১৯:২৪:২২
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে। এ নিয়ে টানা সাত জয় তুলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। ৬ ম্যাচে এটি তাদের টানা চার হার। ফলে ৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা লিগ টেবিলে দশম স্থানে অবস্থান করছে।
বসুন্ধরা কিংস ম্যাচের ১০ মিনিটেই ব্রাজিলের রবিনহোর গোল (১-০) এগিয়ে যায়। এর পর রবিনহোর পাস থেকেই ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিাইন রাউল অস্কার বেসেরা (২-০)।
৭৫ মিনিটে বদলি খেলোয়াড় তৌহিদুল আলম সবুজ আর্জেন্টাইন রাউল অস্কারের কাছ থেকে বল পেয়ে বসুন্ধরা কিংসের সহজ জয় (৩-০) নিশ্চিত করেন।
Rent for add