নিজস্ব প্রতিবেদক : ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২১:৩৬:০২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হয়েছে। এ বছর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১২টি দল অংশ নিচ্ছে।
রোববার উদ্বোধনী ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড জয় পেয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে তারা ১-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধ গোল শূন্য ছিল। ৫৫ মিনিটে জয়সূচক গোল করেন ফুয়াদ।
এর আগে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
এসময় প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফে সদস্য ও বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য মো. নুরুল ইসলাম নুরু, মহিদুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেয়া দলগুলো হচ্ছে নোফেল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড, ওয়ারী ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ফর্টিস এফসি লিমিটেড ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।
Rent for add