এপ্রিলে ফিফা ফ্রেন্ডলি খেলবে নারী ফুটবল দল


একটা দুইটা নয়, ১৭ টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলা নারী ফুটবল দলকে খেলায় ফেরানোর পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু কোনো দেশ সাড়া দেয়নি। করোনাভাইরাসের কারণে একের পর এক দেশ ‌’না’ করে দিয়েছে বাফুফেকে।

ফেব্রুয়ারিতে কোনো দেশকে এনে সাবিনা-কৃষ্ণাদের প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টা বিফলে যাওয়ায় এখন বাফুফেকে অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত। ৫ থেকে ১৩ এপ্রিল মেয়েদের ফিফা ফ্রেন্ডলির উইন্ডো আছে। যদি তখন প্রতিপক্ষ পাওয়া যায় খেলবে বাংলাদেশ।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফুটবল বাংলাদেশকে বলেছেন,’আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আমরা আরব আমিরাত, বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, শ্রীলংকা, ভুটান, নেপাল, গুয়াম, লাওস. সিঙ্গাপুর, মরোক্কো, চাইনিজ তাইপে, মালয়েশিয়া, কাতার, কিরগিজস্তান, তাজিকিস্তান ও মঙ্গোলিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কোনো দেশই এ সময়ে খেলতে রাজী হয়নি। তাই আমাদের ফিফার পরবর্তী উইন্ডোর জন্য অপেক্ষা করতে হবে। ৫-১৩ এপ্রিল উইন্ডোতে আমরা কোনো দেশকে এনে নারী ফুটবল দলের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করবো। আশা করছি, এপ্রিল মেয়েদের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবো।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent