নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ২২:৫১:০৭
ঢাকা আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড অথার্ৎ দুই আবাহনীর লড়াইয়ে কেউ জেতেনি। শেষ পর্যন্ত তারা একে অপরের সাথে ড্র করে মাঠ ছেড়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই আবাহনীর লড়াই ১-১ গোলে ড্র হয়।
৩২ মিনিটে প্রাপ্ত পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ফার্নান্দেজ টরেসের গোলে ঢাকা আবাহনী এগিয়ে যায়। কিন্তু বেশিক্ষণ তারা লিড ধরে রাখতে পারেনি।
চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলহারম প্রথমার্ধের ইনজুরি (৪৫+২) সময়ে দলকে সমতায় ফেরান।
এর পর দ্বিতীয়ার্ধে একে অপরের গোল সীমানায় আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েও কেউ গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়েই তাদের ঘরে ফিরতে হয়।
উল্লেখ্য ঢাকা আবাহনী ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। অপরদিকে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী।
Rent for add