নিজস্ব প্রতিবেদক : ৩১ জানুয়ারি ২০২১, রবিবার, ২৩:৩০:১৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সহজ জয় পেয়েছে।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-১ গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে।
পুরনো ঢাকার দলটি পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথমার্ধ ১-১ গোলে ড্র ছিল।
৩৯ মিনিটে সুজনের গোলে বারিধারা (১-০) এগিয়ে যায়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে দিলশানের গোলে সমতায় ফেরে (১-১) রহমতগঞ্জ।
এর পর রহমতগঞ্জ রেমি ৪৭ ও এনামুল ৫৭ মিনিটে গোল করলে রহমতগঞ্জের সহজ জয় নিশ্চিত হয়।
Rent for add