হ্যাটট্রিক, বড় জয় ও ১৫ গোলের দিন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনটা হলো ঘটনাবহুল। বুধবার লিগ দেখলো প্রথম হ্যাটট্রিক, এক ফুটবলারে ৪ গোলও হলো এদিনে। সেই সঙ্গে এবারের লিগে সর্বোচ্চ ব্যবধানের জয়।

মঙ্গলবার তিনটি ম্যাচ ছিল প্রিমিয়ার লিগের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ এবং একটি টঙ্গীতে। দুই স্টেডিয়ামে হওয়া তিন ম্যাচে গোল হলো ১৫টি।

দিনের প্রথম ম্যাচ ছিল টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে। ৩-৩ গোলে ড্র হয়েছে উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এটিই এই লিগে কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

চার গোল করেছেন গাম্বিয়ান ওমর জোবে। দুটি তারই স্বদেশি সুলায়মান সিলাহ। ওমর জোবেই এই লিগের প্রথম হ্যাটট্রিকম্যান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। ম্যাচে চ্যাম্পিয়নরা জিতেছে ৩-০ গোলে।

একদিনে হলো ১৫ গোল। এর আগে এই লিগে একদিনে সর্বোচ্চ গোল হয়েছিল ৭টি। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে মোহামেডান-সাইফ ও শেখ রাসেল-মুক্তিযোদ্ধা ম্যাচে হয়েছিল তিনটি করে গোল। একটি গোল হয়েছিল চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent