নিজস্ব প্রতিবেদক : ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ২৩:০২:০৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়েরধারা অব্যাহত রেখেছে। এরই মধ্যে টানা চার জয় নিয়ে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার তারা ৩-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। প্রথমার্ধে জয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।
৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের রবসন রবিনহো বসুন্ধরাকে এগিয়ে নেন। এর পর প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণের আত্মঘাতি গোলে চ্যাম্পিয়নরা ২-০ গোলে এগিয়ে যায়। ৮৬ মিনিটে বদলি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের গোলে ৩-০ বসুন্ধরা জয় নিয়ে মাঠ ছাড়ে।
উল্লেখ্য ১২ পয়েণ্ট নিয়ে এককভাবে টেবিলের শীষে রয়েছে বসুন্ধরা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে রহমতগঞ্জ।
শেখ জামাল ৬ : ০ আরামবাগ
এদিকে একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বড় জয় পেয়েছে। তারা ৬-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এটিই এই লিগে কোনো দলের সবচেয়ে বড় জয়।
বারিধারা ৩ : ৩ ব্রাদার্স
অপরদিকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের অভিষেক ম্যাচে গোলের ছড়াছড়ি হলেও কোন দল জয় পায়নি। উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। প্রথমার্ধ গোল শূন্য ছিল।
Rent for add