টানা চার জয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়েরধারা অব্যাহত রেখেছে। এরই মধ্যে টানা চার জয় নিয়ে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার তারা ৩-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। প্রথমার্ধে জয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।

৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের রবসন রবিনহো বসুন্ধরাকে এগিয়ে নেন। এর পর প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণের আত্মঘাতি গোলে চ্যাম্পিয়নরা ২-০ গোলে এগিয়ে যায়। ৮৬ মিনিটে বদলি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের গোলে ৩-০ বসুন্ধরা জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য ১২ পয়েণ্ট নিয়ে এককভাবে টেবিলের শীষে রয়েছে বসুন্ধরা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে রহমতগঞ্জ।

শেখ জামাল ৬ : ০ আরামবাগ
এদিকে একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বড় জয় পেয়েছে। তারা ৬-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। এটিই এই লিগে কোনো দলের সবচেয়ে বড় জয়।

বারিধারা ৩ : ৩ ব্রাদার্স
অপরদিকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের অভিষেক ম্যাচে গোলের ছড়াছড়ি হলেও কোন দল জয় পায়নি। উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। প্রথমার্ধ গোল শূন্য ছিল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent