নিজস্ব প্রতিবেদক : ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ২০:৪০:৩২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে।
বসুন্ধরা কিংসের দুই গোলই করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন সিলভার। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের গোলদাতা আইভরি কোস্টের ডিফেন্ডার ল্যান্সিন টোরের।
১৬ মিনিটে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন রবসন। ৪২ মিনিটে কিরগিজস্তানের আহমেদভের ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন হেডে পুলিশকে ম্যাচে ফেরান আভরি কোস্টের ল্যান্সিন টোরে।
তবে বেশি সময় সমতায় থাকেনি ম্যাচ। ইনজুরি সময়ে রবসন দর্শণীয় এক গোলে আবার এগিয়ে দেন কিংসবে। বক্সের মাথা থেকে দ্বিতীয় পোস্ট দিয়ে যেভাবে বল জালে পাঠিয়েছেন রবসর তা ঠেকানোর কোন সাধ্য ছিল না পুলিশের গোলরক্ষকের।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর পুলিশ নিজেদের আরো গুছিয়ে নিয়ে প্রাধান্য নিয়েই খেলতে তাকে। পাকির আলীর দলটি বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ম্যাচে ফেরার। কিন্তু গোল আর বের করতে পারেনি। সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেছেন এম এস বাবলু। ফয়সাল আহমেদ তার সামনে বল ফেলেছিলেন বক্সের মধ্যে। কিন্তু বাবুল বল-পায়ের সংযোগই ঘটাতে পারেনি।
Rent for add