বাসস : ৯ জানুয়ারি ২০২১, শনিবার, ১৮:৪৩:২১
ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছে নেদারল্যান্ডের ডিফেন্ডার মাথিয়ান ডি লাইট। জুভেন্টাস ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সপ্তাহের মাঝামাঝিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো ও হুয়ান কুয়াড্রাডো। এ দুজন সাসুলোর বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে দলে ছিলেন না।
করোনায় আক্রান্ত তিনজনই আগামী রোববার ইন্টার মিলান সফরে ও ২০ জানুয়ারি ইতালিয়ান সুপার কাপের ফাইনালে নাপোলির বিপক্ষে খেলতে পারবেন না।
জুভেন্টাস ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে প্রোটোকল অনুযায়ী দফায় দফায় করোনা পরীক্ষায় গতকাল ডি লাইট পজিটিভ হয়েছেন। ইতোমধ্যেই তাকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ভাইরাস কতটুকু ছড়িয়েছে সেটা নির্ণয়ে আন্দ্রে পিরলোর পুরো স্কোয়াডকে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যেই থাকতে হবে।
এর আগে অক্টোবরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো করোনায় আক্রান্ত হয়ে তিন সপ্তাহের জন্য আইসোলেশনে ছিলেন। মার্চে ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হয়েছিলেন সাবেক ডিফেন্ডার ড্যানিয়েল রুইগানি।
Rent for add