নিজস্ব প্রতিবেদক : ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ২৩:৪২:৩৪
বঙ্গবন্ধু একাডেমি কাপ অনূর্ধ্ব-১২ গ্রুপে ফুটবল একাডেমি ফেনী ও অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফুটবল একাডেমি ফেনী চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শুক্রবার ফেনী জেলার ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ গ্রুপে ফুটবল একাডেমি ফেনী ৩-০ গোলে ছাগলনাইয়া স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জয়ী দলের রিপন ২টি ও আকাশ ১টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের পাভেল ফাইনালে সেরা খেলোয়াড় ও রিপন সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন মুনসীরহাট ফুটবল একাডেমির আফনান।
এদিকে অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফুটবল একাডেমি ফেনী ২-০ গোলে ছাগলনাইয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের আবির ফাইনালে সেরা খেলোয়াড় ও রিসাত সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন গোবিন্দপুর ফুটবল একাডেমির রায়হান।
বঙ্গবন্ধু একাডেমি কাপে ১৬টি করে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন নিজামউদ্দিন হাজারী এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ওয়াদুজ্জামান, পুলিশ সুপার খন্দকার নুরনবী, ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফে গ্রাসরুটস ম্যানেজার হাছান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন।
Rent for add