বাসস : ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৭:৫১:১৬
এডিনসন কাভানির নিষেধাজ্ঞর সমালোচনা করে অচিরেই তা প্রত্যাহারের দাবী জানিয়েছেন উরুগুইয়ান ফুটবল এসোসিয়েশন (এইউএফ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী শব্দ ব্যবহারের শাস্তি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানিকে তিন ম্যাচ নিষিদ্ধ ও এক লাখ পাউন্ড জরিমানা করেছিল ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ)।
এক বিবৃতিতে এইউএফ জানিয়েছে, ‘এফএ’র অবশ্যই বিষয়টি আবারো বিবেচনা করে দেখা উচিত। আমরা একটি বিষয় আশ্বস্ত যে পুরো ঘটনা পর্যবেক্ষণে এ ধরনের নিষেধাজ্ঞা মোটেই কাভানির প্রাপ্য নয়।’
গত ২৯ নভেম্বর সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পরপরই নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক অভিনন্দন বার্তার জবাবে কাভানি স্প্যানিশ ভাষায় ‘নেগ্রিটো’ শব্দটি ব্যবহার করেন। স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘ছোট্ট কালো ব্যক্তি’।
অবশ্য নিজের ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যে শব্দটি প্রত্যাহার করে নেন কাভানি। শুধু তাই নয় এ ভুলের জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন উরুগুয়ে তারকা। এক বিবৃতিতে ওই ফুটবলার বলেন, ‘তিনি সম্পূর্ণভাবে বর্ণবাদ বিরোধী।’
কিন্তু এফএ’র ই-৩ ধারা লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে স্থানীয় লিগের নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে এফএ জানায়, ‘ইনস্টাগ্রাম পাতায় ম্যানচেস্টার ইউনাইটেড তারকা যে শব্দটি ব্যবহার করেছে তা মানহানিকর, অপমানজনক, আপত্তিজনক -যা ম্যাচটিকে অপমানিত করেছে। এ মন্তব্যটি বর্ণ, জাতিগত ও উৎসের প্রতি নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও তিনি তার ঘনিষ্ঠ কোনো বন্ধুর অভিনন্দন বার্তার জবাবে এমন শব্দ ব্যবহার করেছেন। তারপরও সেটি দিয়ে কাউকে অবজ্ঞা করা হয়েছে। একই সঙ্গে এফএ যে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে তার সঙ্গে একাত্মতা বিবর্জিত। ফুটবলে কোনো ভাবেই বর্ণবাদকে প্রশ্রয় দেয়না এফএ।’
উরুগুইয়ান ফুটবল এসোসিয়েশনের অনুরোধের পর এফএ তাৎক্ষণিক ভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে কাভানির জাতীয় দলের সতীর্থরা একই ধরনের অনুরোধ জানিয়েছিল এফএ কে। দিয়েগো গোডিন, লুইস সুয়ারেজ নিজ নিজ টুইটারে কাভানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানান।
Rent for add