ফুটবল প্রশিক্ষক সৈয়দ আলমগীর আর নেই

প্রবীণ ফুটবল প্রশিক্ষক সৈয়দ মো. আলমগীর আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

আজ রোববার বিকেল ৩টায় বার্ধক্যজনিত কারণে গেন্ডারিয়া মিলব্যারাক নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

কোচিংয়ে তার কোনো লাইসেন্স না থাকলেও যুগের পর যুগ বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তৃণমূলে খেলোয়াড় তৈরিতে তার বিশেষ খ্যাতি ছিল। অনেকের কাছে তিনি ওস্তাদ আলমগীর নামে পরিচিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চির কুমার। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় তিনি আর কাউকে জীবনসঙ্গিনী করেননি। চিরকুমার জীবনই কাটিয়ে গেছেন ভারতের কলকাতার খিদিরপুরে জন্ম নেয়া এ ফুটবল কোচ।

সৈয়দ মো. আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent