বাসস : ১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ১৭:১৬:৪০
রেফারি লি ম্যাসনের বিষয়ে মন্তব্য করায় উল্ফসের কোচ ন্যুনো এস্পিরিটো স্যান্টোর বিরুদ্ধে ‘অশোভন’ আচরণের অভিযোগ তুলেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। ২১ ডিসেম্বর বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের পর কর্মকর্তাদের সমালোচনা সহ্য করতে হয়েছিল এ পর্তুগালের কোচকে।
এক বিজ্ঞপ্তিতে এফএ জানায় ন্যুনোর বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচের এফএ ধারা ই-৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের ২১ ডিসেম্বর সোমবার বার্নলি এফসির বিপক্ষে ম্যাচের সময় এ ঘটনাটি ঘটেছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের মন্তব্য করেছেন এবং ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আগামী ৫ জানুয়ারির মধ্যে ন্যুনোকে এ অভিযোগের জবাব দিতে হবে বলে জানায় এফএ। বার্নলির বিপক্ষে ওই ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল উল্ফস। এতে ক্ষিপ্ত হয়ে দলটির কোচ বলেছিলেন, ‘প্রিমিয়ার লিগের খেলায় বাঁশি বাজানোর মতো মান এ রেফারির নেই।’
Rent for add