: ৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ২০:৫১:৩৯
ঢাকা আবাহনী লিমিটেড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
আকাশী-নীল জার্সীধারীদের এ জয়ে ভূমিকা রাখেন দুই বিদেশি আফগানিস্তানের মাসিহ সাইঘানি ও হাইতির বেলফোর্ট। ৩০ মিনিটে বক্সের মাথা থেকে ফ্রি-কিকে সরাসরি গোল (১-০) করেন মাসিহ সাইঘানি।
এর পর জীবনের কর্নার থেকে ৬৯ মিনিটে বেলফোর্ট গোল করে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন।
তবে মুক্তিযোদ্ধার বদলি মিডফিল্ডার রোহিত সরকার ৮৭ মিনিটে গোল করে ব্যবধান (১-২) কমিয়ে আনেন।
আবাহনীর এ জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।
কেননা আবাহনীর কাছে ৩-০ গোলে হেরে অনিশ্চিত হয়েছিল সাদা-কালো দলের কোয়ার্টার ফাইনাল। সেই আবাহনীই তাদের নিয়ে উঠে গেল শেষ আটে। মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে হারিয়ে এ ম্যাচের দিকেই তাকিয়েছিল মোহামেডান।
যদিও আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিন কাজ ছিল মুক্তিযোদ্ধার জন্য। খাদের কিনারায় থাকা দলটিকে ২-১ গোলে হারিয়েই আবাহনী উঠে গেছে শেষ আটে।
উল্লেখ্য দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। গ্রুপ রানার্সআপ মোহামেডানের পয়েন্ট ৩। কোয়ার্টার ফা্ইনালে আবাহনী প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। অন্যদিকে মোহামেডানের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।
Rent for add