: ২৮ ডিসেম্বর ২০২০, সোমবার, ২১:৩৪:০৬
ওয়ালটন ফেডারেশন কাপে এক ম্যাচ হাতে রেখে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। তাই আজ সোমবার দল দুটি গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সে লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপসেরা হয়েছে। প্রথমার্ধ অবশ্য গোল শূন্য ড্র ছিল। ৫০ মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন রাউল অস্কার।
বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে ৩-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি পরাজিত করেছিল। চট্টগ্রাম আবাহনী পুরনো ঢাকার এই দলটিকে অবশ্য ১-০ গোলে হারিয়েছিল।
উল্লেখ্য গ্রুপ পর্বের ২ ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ৬ পয়েন্ট এবং চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্ট সংগ্রহ করে। তবে গ্রুপের অপর দল জয়হীন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি আগেই ফেডারেশন কাপ থেকে বিদায় নেয়।
Rent for add