গোল উৎসবে মেতেছিলো সাইফ স্পোর্টিং ক্লাব

ওয়ালটন ফেডারেশন কাপে শনিবার রাতে গোল উৎসবে মেতে উঠেছিলো সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৬-১ গোলের এ উৎসব করেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

গোপীবাগের দলটির বিপক্ষে ইকেচুকু এনগোকে কেনেথ জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করেন ইয়াছিন আরাফাত, আরিফুর রহমান, মিরাজ হোসেন ও সাজ্জাদ হোসেন। তবে ব্রাদার্সের হয়ে শেষ মিনিটে সান্ত্বনাসূচক গোল করেন সিও জুনাপিও।

বর্তমানে সাইফ স্পোর্টিং টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। তবে আরামবাগ ও উত্তর বারিধারার সংগ্রহ ৩ পয়েন্ট করে। কিন্তু টানা দুই হারে ব্রাদার্স এখনো পয়েন্টের মুখ দেখেনি।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent