: ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ২১:১১:৪৪
মর্যাদার লড়াইয়ে ঢাকা আবাহনী লিমিটেড আয়েসি জয় পেয়েছে। আজ বৃহস্পতিবার তারা ৩-০ গোলে চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের জ্বলমলে আলোয় ওয়ালটন ফেডারেশন কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই বেশ জমে উঠেছিল। সমান তালেই লড়ছিল ঘরোয়া ফুটবলের এ দুই জনপ্রিয় দল।
তবে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে আবাহনী প্রতিপক্ষের কাছ থেকে দুই গোল আদায় নেয়। রায়হানের থ্রো থেকে ৪১ মিনিটে আফগান ডিফেন্ডার মাসিহ হেড দিয়ে বল জালে জড়িয়ে দিলে আবাহনী (১-০) এগিয়ে যায়। এর পর ৪৫ মিনিটে মাসিহ’র যোগান দেয়া বলে মিডফিল্ডার জুয়েল হেডের মাধ্যমে গোল করে দলের ব্যবধান (২-০) দ্বিগুণ করেন।
প্রথমার্ধের তুলনায় আবাহনী অবশ্য দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণাত্বক হয়ে উঠে। ৫৩ মিনিটে রায়হানের লম্বা থ্রো থেকে বল পেয়ে জুয়েল চমৎকার শটে গোলরক্ষক সুজনকে পরাস্ত করে গোল করলে আবাহনী (৩-০) সহজ জয় নিশ্চিত করে।
মোহামেডান তিন গোলে পিছিয়ে পড়লে অবশিষ্ট সময়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেললেও আবাহনীর রক্ষণভাগের দৃঢ়তায় সম্ভব হয়নি। এছাড়া তাদের আক্রমণগুলোও ততটা জোরালো ছিল না।
দু দলে যারা খেলেছেন
মোহামেডান : সুজন, কামরুল, মুনজির,সোহাগ, ইভান, উরু, শ্যামল(নুরাত), শাহেদ, জাফর, সোলেমান, বাপ্পি।
আবাহনী : সুলতান, রায়হান (নাসির), টুটুল, মাসা, সাদ, মামুন(ওয়ালী), সোহেল, জুয়েল রানা, রাফায়েল, জীবন, বেলফোর্ট
রেফারি : মিজানুর রহমান।
Rent for add