ব্রাদার্সকে হারিয়ে আরামবাগের শুভ সূচনা


আরামবাগ ক্রীড়া সংঘ ঘরোয়া মৌসুমের প্রথম ম্যাচেই সহজ জয় নিয়ে ঘরে ফিরেছে। ওয়ালটন ফেডারেশন কাপে বুধবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে।

নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ৪৪ মিনিটে গোল করে আরামবাগকে এগিয়ে দেন। এর পর ৯০ মিনিটে মুরাদ হোসেনের গোলে আরামবাগ সহজ জয় নিশ্চিত করে।

খেলায় গোল পরিশোধে মরিয়া হয়ে উঠা ব্রাদার্স বেশ কয়েকবার চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। বরং গোপীবাগের দলটি আরামবাগের ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের কৌশলের কাছেই হেরে যায়।

আরামবাগের কোচ সুব্রত ভট্টাচার্য খেলা শেষে বলেন, ‘প্রথম ম্যাচটা দেখলাম। জয়ে আমি খুশি। তবে আরো কিছু কাজ করতে হবে লিগের আগে। আশা করি যে সমস্যাগুলো আছে তা ঠিক করা যাবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent