লিভারপুল ছেড়ে যাচ্ছেন সালাহ

মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ছেড়ে যাবেন বলে মনে করেন গ্যারি নভিলে। তবে জেমি কারাঘের মনে করেন বর্তমান ক্লাবে খুব একটা সমস্যা হচ্ছে না মিশরীয় তারকার।

অ্যানফিল্ডে সালাহ খুব একটা খুশিতে নেই বলে সংবাদ বের হওয়ায় তার দল বদলের গুজব শুরু হয় জোরেশোরে। স্প্যানিশ সংবাদ মাধ্যমে এএসকে দেয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক না করায় হতাশা ব্যক্ত করেছিলেন মিশরীয় এ ফুটবল তারকা। এমনকি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রশংসাও করেছিলেন তিনি।

এদিকে মিশরের ফুটবল কিংবদন্তি মোহাম্মদ আবুতরিকা বলেছিলেন, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ৭-০ গোলের জয়েও খুশি ছিলেন না সালাহ। যদিও জবাবে একটি হাসি মাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন লিভারপুল স্ট্রাইকার। কিন্তু এতেও থামাতে পারেননি মানুষের আলোচনা।বাসস।

সোমবার রাতে স্টার স্পোর্টস এর ফুটবল শো’তে সাবেক ম্যানচেস্টার ডিফেন্ডার নেভিল বলেন, ‘আমার মনে হয় লিভারপুল ছেড়ে যাবেন সালাহ। কয়েক বছর আগেও আমি এ কথাটি বলেছিলাম। তখন বিষয়টি ছিল একেবারেই অপরিপক্ষ। তবে আমি সব সময় অনুভব করি, নিজেকে আরো মেলে ধরার জন্য সে ভিন্ন কোনো দেশে যেতে চায়। যেখানে তার অনুপ্রেরণা রয়েছে। তাই সালাহ দল ছাড়লে আমি বিষ্মিত হব না।’

২০২০ সালে প্রিমিয়ার লিগ তারকার মধ্যে সতীর্থ সাদিও মানের চেয়েও সালাহকে এগিয়ে রেখেছেন নেভিল। তিনি বলেন, এ মৌসুমে আমি আমার পছন্দের তালিকায় মানের চেয়ে সালাহকেই এগিয়ে রাখব। কারণ সে অত্যন্ত ঠান্ডা মেজাজের।
মানে হচ্ছে একজন দলগত খেলোয়াড়। সে সব সময় দলকেই এগিয়ে রাখার চেস্টা করে। তবে সালাহ হচ্ছে ঠান্ডা মেজাজের। এটি নেতিবাচক বিষয় নয়। আর এ কারণেই হয়তো তাকে বেশি পছন্দ করছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent