: ২০ ডিসেম্বর ২০২০, রবিবার, ২৩:০৩:৫১
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনামুক্ত হয়েছেন। আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। জামাল ভূঁইয়া দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
যদিও জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল। কিন্তু তিনি এখন সুস্থ হয়ে উঠায় এ দলটির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে।
কেননা আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ভারতের আই লিগ শুরু হবে। আশা করা হচ্ছে জামাল ভূঁইয়া এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে অবস্থান করছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল ফিরে আসলেও তিনি ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান। তারপরই তিনি করোনাক্রান্ত হন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন।
Rent for add