: ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ২২:২২:২৬
বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে সুনামগঞ্জ আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, রাজশাহীর নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় ও দিনাজপুর দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় জিতেছে।
আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে সুনামগঞ্জ আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় ৮-১ গোলে গোপালগঞ্জের হরিদাসপুর রয়েল টেকঃ স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের রাজ উদ্দিন।
অপর খেলায় রাজশাহীর নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে ঝিনাইদহের মাওলানা বাদ হাই স্কুলকে। রাজশাহীর হয়ে জয়সূচক গোল করা তৌকির আহমেদ সম্পদ পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে দিনাজপুর দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন দিনাজপুরের মো. শাহিনুর ইসলাম।
Rent for add