: ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ২৩:১৬:২৩
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচে লাল দল জিতেছে। আজ বুধবার বাফুফে ভবনের আর্টিফিসিয়াল টার্ফে তারা ৩-০ গোলে সবুজ দলকে পরাজিত করে। বিজয়ী দলের খোকন দাস দুটি ও জাকির হোসেন একটি গোল করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সার্বিক ব্যবস্থাপনায় এ প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন। খেলা শেষে উভয় দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।
এ প্রীতি ম্যাচের খেলা উপভোগ করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহ্উদ্দীন, বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি, সহসভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন।
এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সদস্য বিজন বড়ুয়া, মো. নুরুল ইসলাম নুরু, সত্যজিৎ দাশ রূপু, ইমতিয়াজ হামিদ সবুজ, মহিদুর রহমান মিরাজ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
Rent for add