অবশেষে অত্যাধুনিক জিমন্যাসিয়াম নির্মাণ করতে যাচ্ছে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশেষে একটি আধুনিক জিমন্যাসিয়াম নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন আজ মঙ্গলবার বাফুফে ভবনের সামনের মাঠে সম্ভাব্য জিমন্যাসিয়াম তৈরির মাপজোখের তদারকি করেন। এ সময় তিনি বলেন- ভবনের নিচতলায় নয়, সামনে যে মাঠ রয়েছে সে জায়গাতেই জিমন্যাসিয়াম নির্মাণ করা হবে।

অত্যাধুনিক এ জিমন্যাসিয়াম তৈরিতে কোটি টাকার ওপরে ব্যয় হচ্ছে। এটি নির্মিত হলে ফুটবলারদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে। এ জিমন্যাসিয়ামটি কেবল ফুটবলের সাথে সংশ্লিষ্ট সবাই ব্যবহার করতে পারবেন। জাতীয় দলের খেলোয়াড়রা তো বটেই, সেই সাথে যুব দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোও এখানে অনুশীলনের সুযোগ পাবে। শুধু তাই নয়, বাফুফে অফিসের সাথে সমন্বয় করে ক্লাবগুলোও এটি ব্যবহার করতে পারবে।

বাফুফে সভাপতি বলেন, ‘এখানে আমরা একটা আধুনিক জিমন্যাসিয়াম তৈরি করবো। জিমের যন্ত্রপাতিও দেখেছি। সেভাবে আর্কিটেক্ট দিয়ে ৫-৬ টা স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে। সেগুলো কিভাবে স্থাপন করা হয়, সেটাই দেখলাম। কতটুকু জায়গা নিলে জিম হয় এবং লনটাও ঠিক থাকে, মেপে মেপে সেগুলো দেখা হলো। জিমন্যাসিয়াম এখানেই করা হবে।’

গণমাধ্যমকে বাফুফে সভাপতি বলেন, ‘কোটি টাকার ওপরে খরচ হবে। এটা ফুটবলের জন্যই হবে। হোটেল জিম, ক্রিকেট জিম বা হকি জিমের মতো হবে না। শুধু ফুটবলের জন্যই। আমরা যদি আগামী ৫-৭ দিনের মধ্যে অর্ডার দিয়ে দেই, তাহলে তিন মাসের মধ্যে জিমটা তৈরি হয়ে যাবে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent