: ১২ ডিসেম্বর ২০২০, শনিবার, ১:৩৪:০৭
মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা লড়াইয়ে তারা ১-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করে। ১১ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন জাহাঙ্গীর।
মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সভাপতি শামসুল হক চৌধুরী এমপি এবং মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম বিভাগ) এ বি এম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন এস আলম গ্রুপের প্রতিনিধি অ্যাডভোকেট হোসেন রানা, উপজেলা পরিষদ চকরিয়ার চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাস। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, এম এ আজিজ স্টেডিয়ামের ভেন্যু পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মিলন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, টুর্নামেন্ট বডির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চট্টগ্রাম বিভাগীয় জেলা ফুটবল এসোসিয়েশনে আয়োজনে এস আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়।
Rent for add