নিজস্ব প্রতিবেদক : ২৭ আগস্ট ২০২২, শনিবার, ৪:১৬:০৬
বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লিগে পিডব্লিউডি স্পোর্টস্ ক্লাব জিতেছে। ২৬ আগস্ট তারা ৩-১ গোলে হারিয়েছে বাড্ডা জাগরণী সংসদকে। বিজয়ী দলের আরিফুল ২৫ মিনিট ও ৭৪ মিনিটে এবং পাপ্পু ৯০+৪ মিনিটে গোল করেন। বাড্ডার শামিম ৩৫ মিনিটে একটি গোল পরিশোধ গোল করেন।
এদিকে বাংলাদেশ বয়েজ ক্লাব ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। সাধারণ বীমার নাবিল ৪৫+২ মিনিটে এবং বাংলাদেশ বয়েজের হোসেইন ৮৪ মিনিটে গোল করেন। তবে সাধারণ বীমার নাবিল দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
Rent for add