সভাপতি পদে মনোনয়নপত্র তুললেন তাবিথ আউয়াল

বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সভাপতি পদের ফরম তুলেছেন তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার তার পক্ষে মনোনয়নপত্র হাতে নেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

তাবিথ আউয়াল ছাড়াও সভাপতি পদের মনোনয়নপত্র তুলেছেন দিনাজপুরের এএফ মিজানুর রহমান চৌধুরী নামের ব্যক্তি। তবে তিনি নিজে তোলেননি। তার পক্ষে ফরম তুলেছেন সোহাগ নামের অন্য এক ব্যক্তি।

দুই দিনে সভাপতি পদের দুটি ফরম বিক্রি হলো। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সদস্য পদের মনোনয়নপত্র বিক্রি হয়েছে। শনিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।

আগামী ২৬ অক্টোবর বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent